গভীর কুয়াশার মধ্যে
        নীরব মনের কথা,
হায়! কাকে বলে বোঝাব?


সেই ঊষার ছোঁয়ায়,
      প্রভাত লাগায়;
যখন প্রভাত পাখি গায়।
তার সেই
হালকা আভায়,
আমার যেন
মনটা ছুঁয়ে যায়।


ক্ষণিক দর্শণেতে,
কভু পরিচয় না হয়।
ঘন কুয়াশার মধ্যে
      সে কোথায়,
হারিয়ে যেন যায়।


ক্ষণিক দর্শণেতে,
যেমন মনটা পুরে যায়।
পোড়ার সেই ধোঁয়া
আর কুয়াশায় মিশে,
আমার মনলোক,
ধোঁয়াশা হয়ে যায়...।