একদিন গভীর মধ্যরাত্রীর সময়
ঘড়ির কাঁটা যখন ১২ই পড়ে
ঢং-ঢং-ঢং ।
সুপ্তাবস্থায় আছি
আমি বিছানায় ।
যেন সোপান হইতে হঠাৎ
নুপূরের ছিক্-ছিক্-ছিক্ ।
মনের মধ্যে এক গভীর
রহস্যের হল সঞ্চার ।
সেই আওয়াজ যেন বাড়তে বাড়তে
হঠাৎ গেল থেমে ।
মনে হল সেই রহস্যময়ী নারী
যেন আমার ঘরের বাইরে,
দরজার প্রান্তে দাঁড়িয়েছে ।
তখনই মনের মধ্যে বড় জোড়ে
ধুক্-ধুক্ আরম্ভ হল ।



এই ধুকু পুকু অবস্থায়
বিন্দু সাহস নিয়ে,
খুলি আমার দরজা ।
দেখি কেহই নাই ।
ভয়ের মৃত্যু হয়ে তখনই
খুলিল মনের দরজা ।



গতদিন কলেজের সোপানে
ছিলাম বসে আমি,
এক রূপসী নারীর
সোপান হইতে চড়া ও
পায়ের নুপূর ধ্বনি,
বোধহয় বাজিছে এখনও কান থেকে মনে ।