সময়গুলি ভেঙ্গে ভেঙ্গে
আছড়ে পড়ছে অচেনা দেয়ালে,
অশ্লীল লিপ্সার আরোপিত দম্ভ
অন্ধকার হয়ে লেপ্টে আছে কালের গায়ে।
দেবদূতের কোচড়ে বত্রিশ বোচকা
আর অগ্রগামী উপসংহার,
ভুলিয়ে দেয় শীতকালীন ওম!
খোসা ছাড়ানো নগ্ন দেহের রাজত্বে
লুকিয়ে কাঁদে লাজুক আকাঙ্ক্ষা।
কালের জীবন্ত শরীর পোড়া ছাঁই
জমা হয় ইতিহাসের জমিনে।
এদিকে পিতৃ-মাতৃহীন এতিম হয়ে
শৈশবের বিছানায় হামাগুড়ি দেয়
৭১-এর শিশু!
----------------------------------
----------------------------------------------
অনেক কবি বন্ধু ও শুভাকাঙ্খী আমার জন্মদিনে আমাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। সময়ের অভাবে আজকাল পাতায় নিয়মিত নই বিধায় সময়মতো বন্ধুদের শুভেচ্ছা ও দোয়ার প্রতি উত্তর দিতে পারি নাই বলে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসরের সমস্ত কবি বন্ধুদের প্রতি কৃতজ্ঞতাসহ আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। দেরীতে হলেও আসরের সকল সনাতন ধর্মাবলম্বী বন্ধুদের শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি।