একটা সময় ছিলো যখন
খুব অল্প দামে আনন্দ কিনতে পাওয়া যেতো!
কিংবা অল্প-স্বল্প দুঃখের বদলে কিছু কমদামী সুখ
অদল-বদল করা যেতো!
এখন তা নাগালের বাইরে উচ্চ মূল্যে বিক্রি হয়!
ভারসাম্যহীন গুণাবলীর প্রতারণায়
অসুস্থ পরিবর্তন দড়িতে ঝুলতে থাকে,
এবং প্রশংসনীয় দুর্ভাগ্য বিলি করে ৭১-এর ঠিকাদার!
সর্বনিম্ন বিবেচনার আদলেও
ছেঁড়া অনুভূতিগুলো অনুগ্রহ লাভে অক্ষম হয়;
তাই বার বার পাশ ফিরে শুয়ে গন্তব্য পরিবর্তন করলেও
গুজব সূত্রে প্রাপ্ত সত্যতার ভিত্তিতে
আটকে রাখা হয় ক্ষতিগ্রস্ত ঠিকানায়!


------------------------------------------
আমার প্রিয় কবি বন্ধুগণ! আমার পাতার অখাদ্য লেখাগুলো পড়েও আপনারা সব সময় সুন্দর ও উৎসাহমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করে থাকেন। ইদানিং সময়ের অভাবে আমি আপনাদের অনেকের পাতায়ই যেতে পারিনা এবং আপনাদের মন্তব্যগুলোরও উত্তর দিতে পারিনা। তাতে আমি নিজের কাছেই নিজে খুবই বিব্রত বোধ করি এবং অপরাধ বোধে ভোগী। তাই সাময়িক সময়ের জন্য মন্তব্যের পাতাটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।