আজকাল আমাদের অনুভূতিগুলো
কেমন যেন ভোতা হয়ে গেছে!
বাঁকানো পথকেও যেন
আমাদের চোখে স্বাভাবিক বলে মনে হয়!
সংক্ষিপ্ত আনন্দগুলো যখন হুমকির মুখে পড়ে
এবং ভয়ে কাঁপতে থাকে,
নরম স্বপ্নগুলো যখন স্বাচ্ছন্দ্যবোধকে
আশ্রয় করে বেড়ে উঠতে চায়,
ঠিক তখনই অন্ধকার মিশ্রিত ছায়ায় সুখেরা হাই তোলে।
অথচ আমাদের মননে কোন ছাপ পড়েনা!
প্রায়ই সমস্যাগুলো গোজামিল দেয়ার সময়
অপ্রকাশিত চিন্তারা নিঃসঙ্গতায় ভোগে,
হাসিখুশিগুলো কান্নাকাটি করতে থাকে রাতের ঘ্রাণে;
তবুও রাতের বিরুদ্ধে আমাদের কোন নালিশ নেই!
অভয়কে নিষ্ক্রিয় ঝক্কির মধ্যে ফেলে দিয়ে
আমরা যখন সর্বংসহা জীবনযাপনকে নিয়তি জ্ঞান করি, এবং
প্রাচীন গাছগুলি আত্মা বিক্রি করে কেটে পড়ে,
তখন অযাচিত ক্ষমায় আমরা
প্রতিনিয়ত দোষী নালিশগুলোকে প্রশ্রয় দিয়ে যাই!