মুক্তি তুলে রাখা তাকের উপর
আকাশকে আছড়ে পড়তে দেখা যায়!
রাত্রি জাগ্রত নক্ষত্রের পাদদেশের অন্ধকারে
আশ্রয় নেওয়া সত্যের মুক্তির জন্য,
উপায় সনাক্ত করার অনুপ্রেরণায়, অস্বচ্ছল বাকবিতণ্ডা
সুরক্ষিত সূর্যোদয়ের সময়সূচী পরিবর্তনে ব্যস্ত!
প্রান্তিক দরজায় তালা ঝুলতে দেখে,
ছড়িয়ে ছিটিয়ে থাকা আবেগগুলো কেঁদে ফেলে
প্রয়োজনীয় পরিপাটি যুক্ত করতে না পেরে।
নৈতিকতার পতন হলে অহংকার পরিচিতি পায়,
তাই যতটুকু আড়াল করা যায়, ততটুকু ব্যক্তিগত রেখে
বাকীটাকে খাঁচায় বন্ধি পশু মতো,
খাঁচাটিকেই পৃথিবী মনে করতে বাধ্য করা হয়, এবং
অপ্রচলিত সংজ্ঞায় মুড়ে দেয়া হয় জীবনের বাকী অধ্যায়।