আমরা সময় গুঁড়িয়ে পথ হাঁটি
আর বেঁচে থাকি মৃত্যুর অপেক্ষায়,
তারচে জীবনের জন্য মৃত্যুই শ্রেয় ছিলো!
স্বাধীনতার নামে দাসত্বের শৃঙ্খল বয়ে
অত্যাচার আর অনাহারী মুখের ভিরে
স্বপ্নহীন শূন্যতার জালে আটকে থাকি সারাক্ষণ।


আমরা কি উত্তরসভ্যতাকে উপহার হিসেবে
ক্ষুধা, সন্ত্রাস, মৃত্যু ও ভয়ের রাত্রি রেখে যাচ্ছি?
আমরা দাসত্বকে ফ্যাশন
এবং অক্ষমতাকে পরম ধৈর্য হিসেবে
চালিয়ে দিয়ে তৃপ্তির ঢেকুর তুলছি?
আর সভ্যতাকে ধ্বংস করে হলেও নিজেকে
মহান করে তুলছি দিনে দিনে?
বিকলাঙ্গ বিপ্লবী চিৎকারগুলো সর্বদা পালিয়ে যায়
মৃত্যুপুরীকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার ভয়ে।