এখন যদি চলে যাই আমি
আগোছালো থেকে যাবে সব,
ছেলের প্র্যাকটিস হয়নি শেষ, কি'বা
ছোটর পড়ালেখার স্তর,
আমার দেহের অক্সিজেন জোগায় যে মেয়ে,
সে হবে পরনির্ভর।
যে সঙ্গী মুখ বুঝে ঠেলেছে জীবনের সব জঞ্জাল
হাতের মুঠোয় নেই যার কপর্দক,
আকাশটা ভেঙ্গে পড়বে তার মাথার ওপর!


সম্বলহীন এই আমি
কী নিয়ে দাঁড়াবো নিদানের লোকে,
কি-ই-বা রেখে যাবো দুনিয়ার বুকে,
এ সবই ভাবনা আসে সময়ান্তর।
দূরলোকে সরে গেছে বরাত দুয়ার
থরে থরে সাজানো যে স্বপ্নের মিনার,
সেখানে দাঁড়িয়ে আছে রুদ্ধ প্রাচীর,
চারপাশ ঘিরে আছে নিথর তিমির!