নির্ঘুম জেগে থাকা সত্যগুলোকে
কোন সাক্ষী-সাবুদ ছাড়াই মিথ্যাবাদী সাব্যস্ত করায়
সূর্য ডুবার আগেই ঘুমিয়ে পড়ে গরাদের বিছানায়!
তাই, আমার প্রাণ প্রিয় মায়ের
দু:খ প্রকাশ করা শরীরের খালি অংশের ব্যথাটি
আড়াল করে রাখে এক চিলতে কাষ্ঠ হাসি!
সত্যের মানদণ্ডের সামনে, উলঙ্গ দাঁড়িয়ে থাকা
ক্ষতিকারক স্বপ্নের দৌরাত্বে জীবন কাটালেও,
সমস্ত মর্যাদা কুক্ষিগত করা হয় কৃষ্ণপক্ষের ডানায়!
স্বভাবজাত কামোত্তেজনায় মত্ত মস্তিস্কে
আগে থেকেই কান দু’টো দখলে থাকার কারণে
রাতের আঁধার ঝরে পড়ে অবঘাতে বিচ্ছিন্ন পৃষ্ঠার ওপর,
এবং ময়লা করে ফেলা বর্তমানকে চোখ রাঙায়
খুব স্পষ্ট হয়ে ওঠা সময়ের বার্ধক্য!
খালুইয়ের ভেতর দুঃখের সাথে
আত্মঘাতী সর্বনাশ সহকারে কিছু করুণা মিলিয়ে
অসম্ভব একটি বোঝা চাপিয়ে দেয়া হয় আমার অসুস্থ মায়ের ঘাড়ে!
এভাবেই তাঁর আঁচলের ক্যানভাসে অংকিত হয়
বখে যাওয়া সন্তানের একগাদা স্খলিত কলঙ্ক!
------------------------
আজকের বিজয়কে ছিনিয়ে আনতে গিয়ে ৭১-এ যেসব বীর আত্মাহুতি দিয়েছেন, সেসব শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি। বাংলা কবিতা সাইটের এডমিন, প্রকৌশলী, কলা-কুশলীসহ আসরের সমস্ত কবি বন্ধুদের বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।