দেশে আজকাল লজ্জার মাথা খেয়ে
অক্ষমতাকে ডাইভার্ট করে দক্ষতা বানিয়ে
এবং সাগর, নদী ও পুকুর চুরিকে
সেবায় রূপান্তর করে,
চমকপ্রদ কিছু আকর্ষণীয় শব্দের সাথে মিলিয়ে
চেতনার টেবলেট বানিয়ে জনতাকে গেলানো হয়!
স্বঘোষিত গর্বের চুলায়
তিক্ত ও পাকানো মিথ্যা দিয়ে স্বদেশের অস্তিত্ব
রান্না করে খাওয়ানো হয় মূঢ় ও বধির জনতাকে।
চৈত্রাগুনে জ্বলে সমস্ত গেরস্থালি পুড়ে গেলেও
জনতা গদ গদ হয়ে খায় আর বগল বাজায়,
এবং বোকা সুখ উপভোগ করে দোজখের বারান্দায়।
জনতার নিস্তেজ অপমানবোধ এবং নির্লজ্জ অক্ষমতায়
উলঙ্গ হয়ে পড়েছে আমার প্রাণের বাংলাদেশের!