দুশ্চিন্তাগুলি কারো ঘাড়ে গছিয়ে দেওয়া, কিংবা
কোন ডাস্টবিনে ফেলে আসা যায়না বলে,
চারদিকে জমে জমে-
একেবারে বিশাল স্তুপ হয়ে পড়েছে!
আর পরাজয়গুলি অযত্নে থাকতে থাকতে
শরীর থেকে পলেস্তারা খসে খসে পড়ছে!
জীবন চলছে, যেনো সিনেমার ভাঙ্গা রিলের মতো-
কোথায় জোড়া, কোথাও তালি
আবার কোথাও জোড়া-তালি দুটোই দিতে হচ্ছে।
কখনো টেনে, কখনো ঠেলে
আবার কোথাও ধাক্কা দিয়েও চালাতে হচ্ছে!


মুহুর্তগুলি কেটে গিয়ে
প্রতিটি দিন নিঃশব্দে প্রত্যাহার হয়ে যাচ্ছে!
লজ্জা নিবারণ করা, কখনো কখনো-
নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে,
অস্তিত্বের অতীত হাতড়ে
জীবন পড়ে যায় অনুচিত ভগ্নাংশের ফাঁদে!