একটু একটু করে হাতে জমিয়ে রাখা সুখগুলো
ইতোমধ্যে খরচ হয়ে গেছে!
দুঃখের সাথে কিছু এওয়াজ করেছি,
বাকীগুলি ঋণগ্রস্থ হয়ে বেচে দিয়েছি জলের দামে,
আরও কিছু হাত ফসকে পড়ে যায় নদীর প্রমত্তা স্রোতে।
হৃদয় ও আত্মাকে নির্যাতনকারী বিষণ্ণতা
করুণার প্রশ্রয়ে গ্রাস করে আমার পুরো সত্ত্বা;
শ্বাসরুদ্ধকর কালো কুয়াশায় মোড়ানো দৃষ্টতা
দৃষ্টি সীমায় ঝুলিয়ে রাখে অন্ধকার অসুর,
নীরব চিৎকার বহন করা দুঃখগুলি
বারবার আমার অস্তিত্বে আঘাত করে,
আমি তাদের গ্রাস থেকে বাঁচতে
হারানো সুখগুলিকে-
হাতড়ানোর ব্যর্থ চেষ্টা করে যাই দিনমান!