পঙ্গু শীত হামাগুড়ি দেয়, তাই
কুয়াশার চাদর ভেদ করে
উড়ে যায় শৈল্পিক মেঘেদের সিঁড়ি!
ধূসর কার্তিক হাঁটে হেমন্তের বাঁকা পথ ধরে!
ধোঁয়ায় পূর্ণ দুঃখী কদর্য
ইতস্তত পড়ে থাকে অঘ্রাণের বারান্দায়,
নিমগ্ন আকাশের কোমল ক্যানভাসে
এঁকে যায় অনাগত বসন্তের দুঃখী স্বপ্ন!
বোকা অজ্ঞতা, ব্যাহত হতাশার শরত ভেবে
অবহেলায় জমা করে হেমন্তের শিশির,
আদিখ্যেতার অবজ্ঞাপূর্ণ আচরণে
কোথায় মিলিয়ে যায় নবান্নের নিস্তেজ সুর!
তন্দ্রাচ্ছন্ন চাঁদের দুর্দান্ত স্নেহমাখা মাধুরী
মেলে দিতে চায় স্বপ্নের ডানা!
কিন্তু, বিশ্বাসঘাতকতার মুচকি হাসি
আড়াল করতে চায় অসুখী পৃথিবীর আর্তনাদ!