নানা প্রতিঘাতে ক্লিষ্ট তোর দেহ
যেন ছন্নছাড়া আজ জীবন খানি
আঁধার পথে সহযাত্রী নাই কেহ
কোথাও নেই আলোর হাতছানি!


ধুলোর বদলে পথে ওড়ে আগুন
কষ্টের আরোগ্যতার নেইতো পথ
কোন পথে আসবে তোর ফাগুন
দ্বিধার ফাঁপরে পরে  তোর মত!


জীবনতো নয় যেন নির্জীব বৃক্ষ
অবিরাম তার পাতাগুলো ঝরছে
ধেয়ে আসছে পথে কঠিন তিমির
গলিত স্বপ্নরা খসে খসে পড়ছে।


নিজের বেয়াকুফি বিবেকের কাঁধে
চুপচাপ থাকলেই ভাবো নিরাপদ
জীবন পড়েছে  কিন্তু কঠিন ফাঁদে
কেউ দায় নেবেনা তোর আপদ!


আসুক একটি ভয়ঙ্কর ঝড়ের রাত
তছনছ করুক জীবনের অভিঘাত
ভেসে যাক দম্ভ, ক্ষমতা, জাত-পাত
আসুক আলোময় ভোর, প্রভাত।