আমরা আজকাল গাছের নীচে বসে
আরামদায়ক সুশীতল ছায়া উপভোগ করি,
কিন্তু গাছকে দেখতে পাইনা!
যেমনটা দুঃখের মর্মাহত হাসিকে
আনন্দের আধিক্য হিসেবেই ধরে নেই!
প্রদর্শিত কুরুচিপূর্ণ বুড়ো প্রতিভা উপভোগ করার সময়
বাজেয়াপ্ত সাহস শুয়োরের খোয়াড়ে আটকে থাকে;
গাফেল গর্ব ও মূর্খতার লজ্জা কাঁদায় নিসর্গকে,
অক্ষম আক্রোশে আত্মা
আঁকড়ে ধরে বাঁচে দুঃখের অন্ধকার মেঘ,
কখনো আবার সেই ক্ষুধার্ত মেঘগুলো
গভীরভাবে দোলা দেয় বন্ধ্যা উত্তাপের চুল্লীতে।