স্বীয় জায়গিরদারী রাজ্যে
বাঘের পিঠে চড়ে পথ চলছেন রাজা!
পেছন থেকে শয়তানের মতো
উস্কানী দেয় স্ব-রচিত উত্তরাধিকার!
মাথায় বিদঘুটে ব্যাখ্যার পুঁটলি,
মুখে অদৃশ্য ক্রোধের চিহ্ন আঁকা দেশপ্রেম,
কথার ফুলঝুড়িতে ছড়িয়ে পড়ে
আধুনিকতার দায়িত্বজ্ঞানহীন ব্যাখ্যা,
ঝেকে বসা ভ্রান্ত ধারণার পানিতে
ধুয়ে ফেলেন তার সমস্ত অপকর্ম,
পাপের খোলস থেকে প্রস্ফুটিত ফাঁদের দরজায়
মৃত্যুর কোলে ঢলে পড়ে,
জাহেলিয়াতের অন্ধকার সময়ে জ্বলে ওঠা বেশ কিছু ধুমকেতু!
পৃথিবী খুলে দেয় তার দুর্ভাগ্যের ঢাকনা,
এভাবেই রাজার দীর্ঘ যাত্রার ওজনের নিচে পড়ে
চেপ্টা হতে থাকে আতঙ্কের জনপদ।
এক এক করে দিনের পৃষ্ঠা উল্টাতে থাকে,
গন্তব্যে এসে পৌঁছান রাজা,
কিন্তু সামনে সাক্ষাত বিপদ খাড়া, তাই
মৃত্যু নিশ্চিত জেনে নীচে নামতে ভয় পাচ্ছেন,
কারণ তিনি খেয়াল করেননি
ক্ষমতার লিপ্সায় অন্ধ হয়ে
ঘোড়ার বদলে, ভয়ঙ্কর বাঘের পিঠে চড়ে এতোকাল পথ চলেছিলেন!