উদয়াস্ত চিন্তাগুলো দৌঁড়াচ্ছে-
বেঁকে যাওয়া সময়ের রানওয়েতে।
মড়মড় করে ভাঙছে ঘাসের পাঁজর,
ভিজে যাওয়া তৃণের স্ফটিক চোখে
লুকিয়ে কাঁদে,
হাহাকারে নিমজ্জিত ভোরের উচ্ছ্বাস!
তেজি দুপুরের তাড়া খেয়ে
হাঁপাতে হাঁপাতে হালট পেরোয়
একটি দিনের অনিবার্য উৎক্রান্তি।


গোধূলির আস্তাবলেন দিকে ধাবিত
প্যারাসুট মেঘগুলি-
ঢুকে পড়ে লাজ রাঙা অস্তের ভেতর;
আছড়ে পড়া  রাতের তরঙ্গধ্বনির ঠোঁট নড়ে ওঠে
অবাক বিস্ময়ে, নৈসর্গিক মূর্ছনায়
ছাই হতে থাকে আকাঙ্খার উষ্ণ সম্ভোগ;
বড় হতে থাকে-
অন্ধকারে আটকে থাকা মানুষের মিছিল।