আজকাল সরাসরি চেতনার ফ্যাক্টরী থেকে
পাইকারী দামে উন্নয়নের ফিরিস্তি বিক্রয় করা হয়;
যারা দিবাস্বপ্নে বিভোর
তারা বিস্ময়কর ক্রন্দনের ঔষধ হিসেবে
নীখরচায় আগাম মজুদ করে রাখছেন ঘরে;
তার সাথে ফুড সাপলিমেন্টারী হিসেবে
কেজি দরে বিক্রয় হওয়া ‘মহান’ নামক শব্দটিও
প্রলেপ হিসেবে রেখে দিচ্ছেন সাথে।


আধিপত্যবাদের বক্রপুচ্ছ
ফ্যাসিবাদের ঘাড়ে ভর করে
আঠারো কোটি মস্তিস্কে ভাব-সম্প্রসারণ ঢুকিয়ে
সারাংশ বীর হিসেবে তৈরী করে যুদ্ধের ময়দানে ছেড়ে দেয়;
তারই প্রভাবে চেতনার ইঞ্জেকশন নেয়া জাতি,
তেরো দিনের কৃতজ্ঞতায়
জন্মগত শয়তানের দরবারে নিলামে তোলে
বাংলাদেশের ফ্যাকাশে মানচিত্র