চলিত বিবর পথে, নাকাল যাজক
হররোজ চরাচর, বাট বদলায়!
বল্গাহীন অহমের, নাদান ধারক,
পথে পথে কাঁটা গেড়ে, হাত কচলায়!


ভাদর শরীরিণী শ্ব, লালসা বিছায়
লকলকে জিব চাটে, লোলুপ বিচল
উতরোল ভেঁপু বাজে, অকাট্য কোমায়
হলাহলে নীল কাল, পোড়ায় অঁচল!


জানালার পাশে কাঁদে, ভুখার উতল
বাসনে সমর ভোজ, নৃপতি নিথর,
তৃপ্তির ঢেকুর তোলে, পাশবিক খল
জায়গীর সাজে রাজ, মনিব নফর!


ন’মাসে ভেঙ্গে ছিলাম, বানরের ঘাড়!
শেয়ালের পাল থেকে, কোন পথে পার?
--------------------------------------
(স্পেনসেরীয়ান সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস : ৮+৬, মিলবিন্যাস : কখকখ, খগখগ, গঘগঘ, ঙঙ।
শব্দার্থ: শ্ব<কুকুর / বিচল<স্খলিত, ভ্রষ্ট / উতরোল<ভয়, আশঙ্কা, ডর, উদ্বেগ / অকাট্য<সত্য / হলাহল<মারাত্মক বিষ / নফর<চাকর /