ভয়ানক মেঘ ডাকে, বাজ পড়ে পাথারে
খাল বিল ঝিল ভরে, বর্ষায় আষাঢ়ে।
কাক ভেজা কৃষকের, হাক ডাক রাখালে
গবাদির কোলাহল, দিন ভর বাদলে।
পলাতক মেঘ মালা, সারা দিন বর্ষণ
ঝর ঝর বান জল, নেই রবি দর্শন।
প্যাক প্যাক হাঁস ডাকে, থেকে থেকে দুর
গ্যাও গ্যাও ব্যাঙ ডাকে, সব এক সুর।
দল বেধে ডুব খেলে, বালকের দল
চোখ লাল বকা খেয়ে, করে ত্যাগ জল।
ছোট ছোট গুড়া মাছ, ভরে যায় বিল
লেজ বড় ঝাঁকি জাল, জেলে মারে ঢিল।
লুডু খেলা নিয়ে বসে, ছেলে পুলে কিছু
এক দল বাঘ বন্দি, কিছু থাকে পিছু।
বড়দের এক দল, তাস মারে পাশে
রাজা প্রজা চেনে সব, চেনে রং তাসে।
খানা রেডি বেলা যায়, মা দেয় তাড়া
ভেঙ্গে যায় খেলা ধুলা, যে যার পাড়া।
দিন শেষে নেমে আসে, শীত শীত রাত্রি
কাথামুড়ি ঘুম ঘোরে, স্বপ্নের যাত্রি।