তুমি যতই ভাবো নির্বোধ, ততটা আমি নই
কষ্ট বিছানো পথ ধরে, শুধুই চলতে রই,
বিভ্রান্ত প্রহরে হিতাহিত, আদি অসভ্য নয়
বল্লম আর সড়কির ভাঁজে, স্বর মোড়ানো হয়,
তোমার ধারণা আমি অন্ধ, দৃষ্টির কাছে বন্দী
বিবেক আমার অন্ধ নয়, সময়ের সাথে সন্ধি,
চালাকের শ্বাস নিঃশ্বাস, জোগান দেয় বোকা
দাসত্বের স্বাধীনতা ভান, প্রকাশ পায় ধোকা,
মুজদ আছে অঢেল রসদ, নীতির বিসর্জন
জড় আর তুমি সমার্থক, ফতুর মহাজন,
বর্তমান শুয়ে মুত্যুর কোলে, আগামী ফেরারী
নিন্দিত কীর্তন দিনমান, নির্লজ্জ বাহাদুরি,
অযোগ্যতা ঢাকে মিথ্যাচার, বিনাশ সভ্যতার
কীর্তির কাছে হারার ভয়ে, কুৎসা রটায় তার,
ইতর আজ সনাক্ত করে, সাধুর অপরাধ
অসভ্যতার ক্ষমাহীন দম্ভ, স্বদেশ বরবাদ!