হুট হাট ঘটে যায় দেশে সব ঘটনা
ঘটনাকে ঢেকে দিতে মিথ্যা রটনা।
একটাকে টপকে  আরেকটা ঘটছে
অপরাধী বাঁচাতে গাঁজাখুরি রটছে।


যাহা ঘটে তাহা জানা পথ ঘাট বন্ধ
খুঁজে বের করে কে জনতা যে অন্ধ।
মিডিয়া যে আন্ধা একটিই চোখ তার
দুই চোখ যার সে খায় সে শুধু মার।


ছোট বড় হরিলুট  লুকোচুরি চলছে
লুটেরা শুয়োরেরা জনতাকে দ্বলছে।
গুম-খুন ধর্ষণ,  হত্যা ও  ব্যভিচার
জোর আর জুলুমে চলছে অবিচার।


বড় চোর বাঁচাতে প্রশাসন গায় গান
প্রশাসন বড় চোর নিরীহ দেয় প্রাণ।
জনতার খেয়ে দাস গান গায় উল্টা
বাঁশটা দিয়ে তারা খেয়ে যায় মূলটা।


শয়তান সাধু সাজে পর্দার আড়ালে
জনতারা জাগবে সব কিছু হারালে!
সবকিছু পঁচে গিয়ে দেশ যে গোল্লায়
দেশটা পড়ে গেছে বেহায়ার পাল্লায়।