ক্ষয়ে যায় স্থিতির চাঁদ
ভাঙ্গে স্বপ্নের ডানা
জোসনায় অন্ধকার সুর
এলোমেলো আলপনা।


অক্ষম আক্রোশে কাঁপে
ঘৃণায় অবসন্ন খেদ
কোন পথে কালের যাত্রা
সময় নির্বাক কয়েদ।


আহত গনগনে আগুন
নিস্তেজ দহনের বল,
প্রলয়ে কাবু পতাকাবাহী
শঙ্কায় ধরনীর তল।


সময়ের আঘাতে উদ্বাস্তু
নির্বাক কষ্টের উপশম
কৃপার নির্মম রসিকতা
হতাশায় দৃষ্টিভ্রম।


বিবেকের রক্তাক্ত স্বর
বাজে সময়ের পাতায়,
হারায় নিজের সৌলুস
ঝাপসা রীতির খাতায়।


স্বীয় সান্তনার প্রলেপ
চলমান প্রতিচ্ছবি
সেবার আসনে ঈশ্বর
মহাকালের মুখচ্ছবি।