শরত আসলেই জানান দিয়ে যেতো ভাবুক মন
আজ কেমন খসখসা আশ্বিন চৈত্রাগুনের মতন!
মেঠো সোঁধা গন্ধ মিলিয়ে গেছে কোন অজানায়
চিকন আল ধরে জীবন হাঁটছে কোন সীমানায়!
বাদলের  আঁধারে ঢেকে  গেছে  শরতের ভোর
কাশ ফুলের খুশি খুলতে পারেনা তমসার দোর।
গন্ধে মাতানো উদাস উচ্ছ্বাসে শরত  গোধূলীর
নিস্তেজ কার্তিকের  আগাম ঘ্রাণ,  মুক্তা শিশির!
সোনালী রোদের আলোয় ঝলমলে আমনের শীষ
কুয়াশার চাদরে মোড়ানো ভোর সম্মোহন অহর্নিশ।
কাদা মাড়ানো সেই মিঠা সাঁঝ হারায় কোন ভূমে
জীবন আজ কোন প্রহরে কোন তটিনীর পদচুমে!
মোহাচ্ছন্ন জীবনে প্রকৃতির অনুভূতি মজে আছে
আজ আর সবুজ  ঘাসের চাদর  টানেনা কাছে!
আকাশ জুড়ে স্বচ্ছ নীল আর নরম রোদেলা দুপুর
স্নিগ্ধ প্রহরে কি হাতছানি দেয় লাল শাপলার পুকুর!
জীবনের পরতে পরতে আজ ছড়িয়ে থাকে বিস্ময়
উবে যায় প্রকৃতি মননের প্রলেপে বিবর্ণ কিশলয়!