চারদিকে থরে-বিথরে পড়ে আছে-
বঞ্চিতের ভাঙ্গা বুকে সঞ্চিত অযুত বিক্ষোভ!
সকরুণ ধূসর রঙের বিবর্ণ জনপদে
হতাশার মুমূর্ষু পরিচয় নিয়ে বেঁচে থাকে তারা-
মূঢ়তার ধীর বিস্তারের বাসভূমিতে।
যেখানে সরল আবদার, কিংবা
সীমাহীন নির্মমতার বিমর্ষ অগ্রযাত্রায় এগিয়ে যায়
জীবনের কাফেলা,
সেখানে অতুল্য বৈভবের বিপরীতে
নিষ্ঠুর বঞ্চনা-
সুনির্দিষ্ট হতাশার ইশারা হয়ে ধরা পড়ে।
বিকে যাওয়া আবেগের ঘা চুলকে চুলকে যখন রক্তাক্ত,
ঠিক সেই সময়ে-
ধামসান সম্প্রদায়ের দারিদ্র দহনের ঘর থেকে
ভেসে আসে-
আপন অদৃষ্টে ধিক্কারের বিদেহী আওয়াজ!