অনাথ সময়ের হাত ধরে
ইট কাঠের খসখসা শহরে
ছুটে চলেছি বিরামহীন, আর
জীবনকে প্রতারিত করে চলেছি চরম বিশ্বাসঘাতকতায়!
স্বার্থপর আকাঙ্ক্ষাকে বিশ্বস্ত জ্ঞানে
নিখুঁত জীবন অর্জনের অলিক প্রতিযোগীতায়
অর্জন করেছি প্লাস্টিকের হাসি, এবং
নিশ্চিত করেছি সর্বনিম্ন মানবিক অনুভূতির মৃত্যু!
বিনা নিমন্ত্রণে
আত্মতৃপ্তির ভন্ডামি জমা হতে থাকে নষ্টাত্মার ভাঁজে;
বুড়ো উদ্যানের আত্মায়
দুঃখী পুণ্যরা চাপা পড়ে উচ্চাভিলাষী প্রতিশোধে,
ধোঁকায় পূর্ণ জল্পনায়
প্রতারণা বোধ করে সাবেক আত্মা,
উত্তরণের উপায় সনাক্ত করতে ব্যর্থ হয়ে
বিনামূল্যে
বিপদ বিতরণ করতে থাকে জীবনের ভাঁজে!