বোকা হরি জানিস কি তুই মুক মুলুকের বাও?
কোনবা দিকের বাতাস এলে কোন দিকে যায় নাও?
লেংটা হয়ে হাঁটে পথে কোন সে দেশের রাজা?
উজির-নাজির, ভাঁড়েরা খায় কেন হায়া ভাজা?
কুত্তা কেন বালক হলে ঠেং উচিয়ে মুতে?
রাজার কোলে বাতাস ছাড়ে কখন নটির পুতে?
রাজার বায়ু আটকে রাখে বিশেষ জাদুঘরে?
বায়ু দেখতে বাধ্য করে বিশেষ কানুন করে?
জানিস কখন পোয়াতিশীল উল্টো হয়ে  চলে?
ঘোড়া রেখে গাধায় কেন চড়ে দলে দলে?
কলকি খেয়ে কখন গরু আবোল তাবোল বকে?
শেয়াল দেখে ডরের ঠেলায় গাছে ওঠে লোকে?
ইচ্ছাকৃত নিজের পায়ে কখন কুড়াল মারে?
মুচির জুতা বহন করে কখন নিজের ঘাড়ে?
শুটকির নৌকায় নিয়োজিত বিলাই চৌকিদার?
কেন সেথায় কালো বানর হকের জিম্মাদার?
বুঝলিনারে বোকা হরি সময় করলি পার!
বোকার হর্দ থাকলিরে তোর জীবনটা অসার!