আজকাল বন্ধ্যা বানরের প্রসব যন্ত্রণাকেও
শব্দ বোমা মেরে
দেশপ্রেম হিসেবে দিব্যি চালিয়ে দেয়া হয়!
তাই সাত যোগ পাঁচ বারো না হয়ে
নিরানব্বই’র ঘরে বসে সংখ্যাটি ভেংচি কাটে!
বুনো পোশাকী কিছু খবিশ ভেংচি ঢাকার নাম করে
যন্ত্রণাদায়ক আনন্দ বিলি করে স্বদেশের পথে পথে।
অর্ধ নিভে যাওয়া জীবনগুলো নিঃসঙ্গ স্রোতের বিপরীতে,
নরম অভ্যন্তরীণ বচসা পরিহার করে
বসন্তের দৈর্ঘ-প্রস্ত মাপজোখ নিয়ে ব্যাস্ত থাকে, এবং
বিজ্ঞাপণের ঠেলায় ব্যর্থ ওম অনুভব করে।
সেই সুযোগে দয়ালু জপমালার আড়ালে
সমস্ত অপকর্মকে জায়েজ ও হালাল করা হয়।
----------------------------------------------


[আমার মা বোনের ইজ্জত ও  পূর্বপুরুষের রক্তের দামে কেনা এবং আমাদের অহংকার কিংবদন্তী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশে যখন দেখি ময়লা রাখার একটি আটশত টাকার ঝুড়ি কেনা হয় ২ লাখ ৫০ হাজার টাকায়, দুধে পানি আছে কিনা সেটি পরীক্ষা করার ৬ হাজার টাকার একটি যন্ত্র কেনা হয় ৩ লাখ ৩২ হাজার টাকায়, গাভীর গর্ভবতী হওয়া পরীক্ষার ৫ হাজার টাকার কীট কেনা হয় ২৪ লাখ ১৫ হাজার টাকায় এবং ৫০ হাজার টাকার ওয়েব সাইট তৈরীর খরচ দেখানো হয় ১০ কোটি টাকা, এভাবে ৪,২৮০ কোটি টাকার প্রকল্প দাঁড় করিয়ে, জনগণের ট্যাক্সের সেই টাকা তেইশ মারা হয়, তখন আমার মতো অকবির দুই চারটা লেখা একটু উল্টা-পাল্টা হতেই পারে। কারণ আমি নিরীহ অকবি দেশের এই বিষয়গুলো স্বাভাবিকভাবে নিতে পারিনা বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।]