আর কতকাল ঘরে বসে কাটবে তোমার দিন
  নাটক দেখা বন্ধ করে চুকাও দেশের ঋণ
           অত্যাচারে সমাজ ভাসে
          দাঁত কেলিয়ে চোরে হাসে
দেশ পড়েছে গভীর খাদে জীবন মূল্যহীন
আচার বিচার নির্বাসনে ইনসাফ অন্তরীণ!


মা বোনদের ইজ্জতে আজ পড়ছে শ্বানের হাত
মুখের মধ্যে কুলুপ এটে বাঁচাও নিজের জাত
          যখন তোমার নিজের মেয়ে
          পড়তো কুত্তার হাতে গিয়ে
তখন কি তা দেখে দেখে খাইতে গরম ভাত!
দেশের তরে বিপদ দেখেও ঘুমাও দিনে রাত!


অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে নিজের দায়টি সারো
চারদিকে আজ ধ্বংসলীলা কেমনে সইতে পারো!
            দেশের তরে আছে যে দায়
            মিলে সকল আম জনতায়
বিবেকটুকু জাগিয়ে তোল ধার ধারোনা কারো
বন্ধক রাখা আত্মাটিকে কষে থাপ্পর মারো!
------------------------------------
বি. দ্র: বন্ধুগণ, সময়ের অভাবে আপনাদের অনেকের পাতায় মন্তব্য করতে পারিনা এবং আপনাদের মূল্যবান মন্তব্যগুলোর উত্তরও দিতে পারিনা বিধায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।