নিজের রুমে বসে আছেন, বড় সাহেব একা
সালাম দিয়ে রুমে ঢুকে, করে একজন দেখা।
ঝাড়ি মেরে বলেন তিনি, এমন সময় আসেন!
জামাতটুকু পড়ে আসি, আচ্ছা একটু বসেন।
বড় সাহেব নামাজ পড়েন, কপালে তার দাগ
ছোট খাট ভুলের তরেই, করেন বেজায় রাগ।
জামাত শেষে লোকটি তারে, দিলো একটি খাম
বলুন আপনার বসকে গিয়ে, হয়ে যাবে কাম!
খাম পকেটে গাড়ি নিয়ে,  মুগদা হাটে আসি
লক্ষ টাকার গরুর সাথে, কিনেন দু’টো খাসি।
চোখে মুখে ঈদের খুশি,  উপছে পড়ছে তার
ফরজগারী বড় সাহেব, জমবেই ঈদ এবার।
গরু ছাগল  দেখে বিবির,  খুশি ঠিকরে পরে
প্রতিবেশীর তারিফ শুনে, গর্বে আহ্লাদ ঝরে।
সকাল সকাল  ঈদের দিনে,  সুগন্ধী মাখেন
ঈদের জামাত শেষে এসে, গরু জবাই দেন।
গরীব দুঃখী ভীর  করেছে,  গেটের বাহিরে
বিরক্তিতে ঝাড়ি মারেন, তাচ্ছিল্যটি ঝেরে।
দু’চার টুকরা দিছেন তিনি, দয়ার শরীর তার
বাকীদেরকে গলা ধাক্কা, তাড়ায় গেটের বার।
সকল গোস্ত ডীপ ফ্রিজে, বিবি রাখেন ভরে
সারা বছর খাবেন তারা, একটু একটু করে।
বড় সা’বের ঈদটি এবার, জমছে কিন্তু বেশ
ছুটি শেষেও শেষ হয়না, ঈদের খুশির রেশ।