দিনের অঙ্কুর ঢাকে রাতের ফসিল,
চাঁদের রজত মাগে খেপা অভিসার
হাজার নক্ষত্র বুকে অতন্দ্র অখিল,
চুম্বন ও আলিঙ্গণে তারা একাকার!


চাঁদের স্বপ্ন বাসর উন্মত্ম নির্জনে-
আকাশের দেহে লাগে আদরের দাগ!
-কামনার কোলাকুলি শরম বিহনে,
এলোচুল রাত গায়, প্রহরের রাগ!


বিমর্ষ বিরহ বুকে, ক্ষয়ে যায় নিশি,
লাজ চোখে পলাতকা মধুর যাপন
বিরহের খেদ লয়ে কলঙ্কিনী শশী,
আড়মোড়া ভাঙে ঘোর, পালায় স্বপন!


হেসে উঠে প্রভাকর আরক্তিম ভোর
ঘুম ভাঙ্গা পৃথিবীর খুলে যায় দোর!
---------------------------------
(শেক্সপীয়ারীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬, মিলবিন্যাস কখ কখ,গঘ গঘ,ঙচ ঙচ,ছছ)