চারিদিকে ভয়ঙ্কর ভাঙনের শব্দ!
চোখের সামনে ভেঙে পড়ছে আকাশ,
ছিটকে পড়ছে তারা, নক্ষত্র,
বদলে যাচ্ছে নীহারিকার গতিপথ,
ডুবে যাচ্ছে আলোর প্রহর।
খসে খসে পড়ছে-
তিল তিল করে গড়ে ওঠা সভ্যতার পলেস্তারা,
ভেঙে যাচ্ছে সত্যতার মিনার;
বদলে যাচ্ছে ইতিহাসের গতিপথ, ছিঁড়ে ছিঁড়ে পড়ছে পাতা,
ভাঙছে স্থিতির প্রাচীর, গলে গলে পড়ছে
প্রাচীরের ওপর ঝুলে থাকা লাশ,
পুড়ছে উদ্বাস্তু শিবির, রাতকে ব্যাহত করা ক্ষুধা,
নাড়িভূড়ি, আশ্রিত মানুষের স্বপ্ন,
অনাগত পৃথিবীর কাঠামো।
বিগ্রহের জোয়ারে ভাসছে বাড়ি-ঘর, লোকালয়,
গাছপালা, ক্ষেতের আল, ফসল, ফসিল;
ভাঙছে নদীর পাড়, পাড়ে আশ্রিত মানুষের মন
নদীর প্রবাহমান ধারা,
ভাঙছে দেশ, সমাজ, রাজনীতি
মিলিয়ে যাচ্ছে কান্নার আওয়াজ,
মরে যাচ্ছে মানুষ, মানুষের বিবেক,
বাড়ছে কৃষ্ণপক্ষের পরিধি, রক্ত মাখা হাত, স্বেচ্ছাচার।
পুড়ে ছাই হয়ে যাচ্ছে
সময়ের কানাচে হেলে পড়া নিরুত্তেজ দ্রোহ,
উদ্বেলিত আকাঙ্খা,
লালসার আগুনে পুড়ছে বাঁচার আকুতি,
পুড়ছে সত্য, সত্যের শরীর, ধর্ম,
পুড়ছে অধিকারের কুশপুত্তলিকা, বঞ্চিতের হাহাকার,
নিঃশব্দ আক্ষেপে দাঁড়িয়ে থাকা অসহায় সময়-
নিষ্ঠুরভাবে পোড়াচ্ছে মানবতা!