টুকরো টুকরো স্যাঁতসেঁতে সুখগুলিকে
রোদে শুকিয়ে কিছুটা কড়কড়ে করতে চাইলেও
তারা নিশ্চয়তার টিপছাপ দাবি করে বসে!
পুরানো ধাঁচের বিলাপ জুড়ে দেয়-
অনিষ্টের মতো বেঁচে থাকা কারণে!
দুঃখকে প্রেয়সীর মতো
আলিঙ্গন করতে না পারার দরুণ, একবিংশ জরিমানার-
ধ্রুব নবায়ন চলতে থাকে তাদের ওপর।
শ্রমের নোংড়া পারিশ্রমিকের-
দুর্বৃত্ত উপহাস থেকে তারা বেড়িয়ে আসতে চায়।
কিন্তু দুঃখজনক যে-
তাদেরকে অনিবার্যতার দারপ্রান্তে
পৌঁছে দেবার দায়িত্ব নেয় একটি চর্মসার ঘোড়া!