চারদিকে তেল বাজ
অপরাধে নাহি লাজ,
ক্ষমতার পথ ধরে
সম্পদ থরে থরে।


টাকা দিলে দেশটায়
অপরাধ গিলে খায়,
মাথানত আজ বীর
তস্করে উঁচু শীর।


মিথ্যার পসরায়
সত্যটা ঢেকে যায়,
স্রষ্টাতে  নেই ডর
প্রপাগান্ডা দিন ভর।


জনতার নাই সুখ
লজ্জায় নাই মুখ,
কার কাছে কি চাই
রসদের বাও নাই।


খেটে খায় আধা দিন
না খেয়ে বাকী দিন,
কেউ দেয় আশ্বাস
নাই তাতে বিশ্বাস।


কি হবে দেশটায়
দেখা যাক শেষটায়
দেখে যেতে বাঁধা নাই
জনতার স্বর নাই।