আমাকে ঘুমিয়ে পড়ার আগে
অনেকটা পথ অতিক্রম করতে হবে,
কারণ, এখনো অনেক কাজ বাকী পড়ে আছে!
লুকিয়ে অন্ধকার বিতরণ করা সময়ের অস্পষ্টতায়
কয়েকটি সাদা মেঘ মুচকি হেসে চুপচাপ কেটে পড়ে,
বেশ কিছু কান্নাকাটিও পাশাপাশি হাঁটে;
নীলিমালোকের ইজারাকৃত সময়ের একটি স্প্লিন্ট কপি হাতে
সদিচ্ছার মরসুমকে কেটে যায় মুর্খ করাত,
জীবন অতিক্রম করে ক্ষমাহীন নিস্তব্ধ মিনিট,
কিন্তু কাজগুলো আর এগুতে চায়না।
উন্মাদ দাবিতে অসুস্থ বিপন্ন জনপদে
মুক্তির পুষ্টি রোপণ করে যায় কিছু সাহসী যুবক!
তাদের চোখ দুটো কখনো শক্ত হয়ে আটকে যায়
ক্রোধের দুর্বোদ্ধ গ্রাফসীট বিশ্লেষণে,
এবং চালিয়ে যায় দেশপ্রেম উৎপাদনের চাষাবাদ!