মায়ের পায়ে শিকল বাঁধা
সন্তান দেখে হাসছে বেশ
ছিন্ন  করে  মায়ার বাঁধন
নিষ্ঠুরতার নেইতো শেষ!


বিবস্ত্র আজ মায়ের শরীর
খুবলে খুবলে  ছিঁড়ে খায়
অত্যাচার আর ধর্ষণে মার
জীবন  আজি টেকা দায়।


রক্ষা করবে তোমায় যেজন
সেইতো  তোমার শত্রু মা
মৃত্যু তোমার সামনে খাঁড়া
সন্তান তোমার পালায় মা।


তোর সামনে তোরই মায়ের
কেমনে ইজ্জত লুটছে দেখ!
খবিশ তুই কি দেখেই যাবি
তোরতো দেখি নেই বিবেক!


দুর্ভাগা  তুই  এই দুনিয়ায়
মায়ের কঠিন  দুর্দশায়
ইজ্জতে হাত মায়ের আজি
কুলাঙ্গার তোর নাইকো দায়!


তোরই মায়ের এই দশাতে
কেমনে  থাকিস স্থির হেসে
এই জীবনে মূল্য কি তোর
তামশা দেখছিস ঠায় বসে!


মাগো তোমার অধম ছেলে
কেমনে তোমার জান বাঁচাই!
ক্ষমা করো  মাগো  আমায়
সন্তান যে তোর সব কসাই।