পরিত্যক্ত বসে কাঁদে, অসহায় কাল-
কুঁচকে ভুরু, বিরক্ত, গালে রাখা হাত,
নি:সঙ্গ, স্বপ্ন আটক, কালো ভরা রাত,
গিধড় মুখোশ পরে - বিবসন হাল!
জুত পেয়ে লব্ধকাম, তাজ্জব একাল,
স্পর্ধিত ধূর্ত ধাউড়, উপেক্ষা নাজাত
নিরূপায় বেলা যায়, নরত্বে কফাত-
অক্ষম অসার শ্রুতি, নীতির আকাল।


সহসাই পূব আকাশে, গুরু গুরু ধ্বনি
চারদিকে হায় রব, ঠাহর বিপদ!
নিশি কালো যম ডাকে, ভয়ার্ত পীড়ক!
স্বীয় কানে ফিরে আসে, জালিমের বাণী,
ভয় নেই সাধুজন, তুমি নিরাপদ,
ধ্বসে যাবে লর্ডগিরি, জ্বলবে দীপক!
---------------------------------------
(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬, মিলবিন্যাস– কখ খক, কখ খক/গঘঙ, গঘঙ)
শব্দার্থ : গিধড়>শেয়াল, ফেউ,/ লব্ধকাম>চরিতার্থ / ধাউড়> প্রবঞ্চক, ভণ্ড, কপট, শঠ / কফাত> অভাব, আকাল, তুলনামূলক কম / দীপক>প্রদীপ, বাতি, আলো।