ফাটল ধরা শহরের ছাদ গলে
চুঁইয়ে চুঁইয়ে পড়ছে আকাশের বিষণ্ণ জেদ!
রোদপোড়া গ্রীষ্মের নিতম্বে
চিকচিক করছে ঝলসানো সময়ের মরিচিকা,
তবুও স্তন্যপায়ী বিপ্লবীরা
আরামদায়ক চিন্তার ভাঁজে মুখ গুজে
উপাদেয় সময় করছে পার।
হিমায়িত লাশ ঘরের দরজায় দাঁড়িয়ে
চোঙ্গা ফুকছে একদল নাফরমান!
সময়ের হাত ফসকে
একটি বর্গ খাদে পড়ে গেলে
ক্রান্তীয় সকালের অপেক্ষায়
অবিরাম সূর্যোদয়ের দিকে ধাবিত হচ্ছে ধূসর পৃথিবী!