চেরাগ আলী ছাত্র ভালো, জ্ঞানে ঠাসা মাথা
কথার মাঝে এতো বুনন, যেন নকশী কাঁথা।
মাধ্যমিক আর উচ্চতর, দুটো তাহার ফাইভ
ইউনিভার্সিটি পাশের পরে, হবে লর্ডক্লাইভ।
ভুগোল গণিত ইংরেজীতে, দখল বেশী তার
বিজ্ঞান যেন নস্যি বিষয়, বাংলাতে পাহাড়।
ফটর ফটর ইংরেজী কয়,  কঠিন  উচ্চারণে
দর্শন-বিদ্যা উপচে পড়ে, বলে জনে জনে।
রাষ্টপতির নাম জিগাইলে, সোজা উত্তর তার
রাষ্টপতির নাম জানিয়া, তোমার কি দরকার?
কেউ যদি তায় প্রশ্ন করে, স্মৃতিসৌধ কোথায়
ইংরেজীতে গোঙ্গানী দেয়,  যেন ঢেকে যায়।
আমেরিকার রাজধানী কই, কে বলছিলো যেন
আমি জানি রোম শহরে, তাকে বলবো কেন?
গণিত বিদ্যায় মাথা ভর্তি, হিসেব বারোবার
একই অংক শুদ্ধ করতে,  কষে  তেরোবার।
প্রযুক্তিটা বোঝে ভালো, মোবাইল বোঝে খুব
দিন-রাতি যায় গুগল ঘেটে, দেখে ইউটিউব।
দোকান-পাটে আড্ডা মারে, মারে ঝারি ঝুরি
সর্ব বিদ্যা প্রসব করে,  অনেক রাতে বাড়ি।
সুটে বুটে অত্যাধুনিক,  সবাই  শিক্ষিৎ কয়
বাপে খাটে মধ্যপ্রাচ্যে,  কষ্টে  জীবন তয়।
বাবা-মা’র আশা একদিন, ছেলে পাবে কাজ
মস্ত বড় কিছু  হবে,  বৈদ্ধ  কবিরাজ।
এই তল্লাটে সুনাম কামায়, সবাই বলে ঢেঁকি
সুনামটি তার ষোলআনা, উপাধি নয় মেকি।
বুদ্ধি আমার আছে বলেই, বুদ্ধির ঢেঁকি কয়
গর্বে তাহার বুকটা ফুলে, সবাই ঢেঁকি হয়?