শাক দিয়ে মাছ ঢাকে
লুট-পাট কারবার,
ভেতরের সত্যটা
বেমালুম বারবার।


চার দিকে হাহাকার
দেশব্যাপী কান্না,
হাক ডাক কলরবে
হুংকারে মান্না।


মন্দিরে বসে পড়ে
ভুলবাল যজ্ঞ,
চার দিক ঘিরে তার
তেলবাজ অজ্ঞ।


গরু নয় ছাগলেরা
হালচাষ করছে,
সুঁই দিয়ে কুঠাড়ের
যুদ্ধে যে লড়ছে।


পাবলিক বিচলিত
কোন দিকে দেশটা,
সত্যটা ঢেকে বলে
দুই আনা শেষটা।
----------------
[আমার প্রিয় কবি বন্ধু ছড়া রাজ শ. ম. শহীদ কিছু ছন্দ ও শব্দের সমহ্নয় করে ছড়াটি কারেকশন করে দিয়েছেন। আমার প্রিয় বন্ধুর সম্মানার্থে কবির ছড়াটি প্রকাশ করলাম এবং এই ক্ষুদ্র লেখাটি প্রিয় কবি বন্ধু ছড়া রাজ শ. ম. শহীদ এর উদ্দেশ্যে ‍উৎসর্গ করলাম।]