গভীর রাতে মতিঝিলে, দুই মাতালে ঝগড়া লাগে
হেলে দুলে চলছে পথে, কেবা যাবে কাহার আগে!
এক মাতালে সামনে দেখে, বিরাট বড় পুকুর ঘাট
আরেক মাতাল তেড়ে এসে, বলে এটি খেলার মাঠ!
দুর শালা তুই বদ্ধ মাতাল, পুকুর কেমনে মাঠ হয়!
সাগর হলেও হতে পারে, তবে এটি জাহাজ নয়!
ল্যাম্প পোষ্টের বাতি দেখে, সূর্য বলছে এক মাতাল
অন্য মাতাল বলে এটি, চাঁদের আলো দেখ বেতাল!
কার কাছে যাই, জিজ্ঞেস করি, সূর্য নাকি চাঁদ এটা
সূর্য নাকি চাঁদ হয়েছে, বলছে মাতাল এই বেটা!
সেনা কল্যান ভবন দেখে, বলছে দেখরে বট গাছ
আরেক মাতাল ধমকে উঠে, উল্টা পাল্টা বকে যাস!
দেখ শালা এই ঘোড়ার গাড়ি, বটগাছের তোর বও নাই
সামনে একজন দেখা যাচ্ছে, চল গিয়া তারে-জিগাই।
আশে পাশে কুকুর কয়েক, করছে তারা ঘেউ ঘেউ
রাত্রি শেষের শাপলা চত্তর, পথিক বলতে নাইতো কেউ।
টলতে টলতে, চলতে চলতে, আসে তারা টিটি পাড়া
দুই মাতালে সামনে দেখে, বিমান একটা রয় খাঁড়া!
এক মাতালে চেঁচিয়ে ওঠে, চলরে আমরা দুবাই যাই
সেথায় নাকি খাওয়া-পরা, নেশা পানির অভাব নাই!
দুই মাতালে দৌড়ে গিয়ে............
..........................................পরের দিন জাতীয় দৈনিকের খবরঃ
গতকাল ভোর রাতে, টিটি পাড়ার মোড়ে, ট্রাক চাপায় নিহত দুই ব্যক্তির ছিন্নভিন্ন লাশ উদ্ধার। লাশের পরিচয় সনাক্ত করা যায়নি। পুলিশের সহায়তায় লাশ দুটি সৎকারের জন্য আঞ্জুমান মফিদুল ইসলাম নিয়ে গেছে।