দুঃখের চাঁটাইয়ে শুয়ে থাকি
তাই সর্বদা পিঠে বিশ্রামের দাগ লেগে থাকে!
উল্লেখযোগ্য ঝামেলাগুলো চিনে ফেলে বলে
প্রতিনিয়ত দরজায় নক করতেই থাকে।
জীবনের শৈল্পিক শৈলীর তার ছিঁড়ে গিয়ে
বেসুরোভাবে বাতাসে বাজতে থাকে;
অনেকগুলো বছর যখন হতাশায় মারা যায়
তখন নিঃসঙ্গতা আর প্রভাবিত করতে পারেনা।
একত্রিত খারাপ স্মৃতির কান্নাকাটি
ঘাম এবং অশ্রু দিয়ে খোদাই করে প্রতিটি ক্ষণ;
ঝাপসা আলোয় কখনো জীবনের আবেগগুলিকে
ভালোভাবে পড়তে পারিনা বলে,
সমস্যাগুলি আর মেরামত করা হয়ে ওঠেনা!
মেঘের মতো ঘোরাঘোরি করতে চাইলেও
মাটি জড়িয়ে বেড়া হয়ে দাঁড়িয়ে থাকে আকাশ!