ঘুমহীন রাতের চোখ
নির্বাক জেগে থাকে, পোহায় অপেক্ষার প্রহর;
জানালার ফাঁক গলে-
অব্যবহৃত এক পশলা আবেগ,
ছড়িয়ে পড়ে টেবিল ল্যাম্পের চারপাশ ঘিরে;
পুরাতন শোকের গায়ে লেগে থাকা,
সাতাশ বছর আগের গন্ধটি আমি টের পাই!
বেছে বেছে তাজা দুঃখগুলি আমার ঝুড়িতে রেখে
সুখটুকু লাভ করেছিলো অমরত্ব!
ছুড়ে মেরেছিলো কিছু মুহূর্ত, মুমূর্ষু আমার শরীরে!
সেই থেকেই পৃথিবীতে আমি
চড়া দামে সুখ বিক্রি হতে দেখেছি,
কিন্তু দুঃখের কোন ক্রেতা-
আজো চোখে পড়েনি এই চরাচরে!