মুখোশ আঁটা কালের পথ ধরে
ধাবমান রেখা বরাবর হেঁটে যাচ্ছে জীবন,
পিষ্টনের সোঁ সোঁ শব্দে মিনমিনে সুখগুলো মিলিয়ে গিয়ে
শুধু দুঃখটাই পড়ে থাকে পলিমাটি হয়ে।
একটি কথা ভেবে দেখেছি-
অনাগত দিনের শুভ্রতাকে টিকিয়ে রাখতে
জীবনের দুঃখগুলোকে গিলে ফেলাই ভালো!
শোকের ফণার নীচে যে বিলাপ প্রসবিত হয়
তাকে ভারাক্রান্ত না করে শেষকৃত্য করাই উত্তম;
তখন আশাগুলো মাথাচাড়া দিয়ে উঠবে,
উদ্দেশ্যহীন গন্তব্যের দুর্গ ভেঙ্গে বেড়িয়ে আসবে
নতুন এবং পুরাতন ঝরঝর আনন্দগুলো।