ছলাকলার আগুনে
বিবেকের খড়কুটোও পুড়ে সাফ!
তাই মৃত্যুর হাঁটুর আওয়াজ পাওয়া গেলেও
দেশের হতভম্ব অস্তিত্ব  
ফরমালিনে ভিজিয়ে রাখা হয় নির্দ্বিধায়!
যার কারণে ভ্যাবাচ্যাকা
প্রতিদিন খাদ্য তালিকার একটি কমন খাবার!
যদিও তা খেয়ে জনতা
চোঙাপোড়া ঢেঁকুর দিতে থাকে দিনব্যাপী!
একটি সাহসী ঝাঁকুনীকে হিমায়িত দহনে
নিরুৎসাহিত ঘাসের ভেতর লুকিয়ে রাখা হয়;
হিংস্র মায়ার বোতলজাত হুংকার
অনুমানের দিকনির্দেশনায়
আতঙ্কের সন্ধান করতে থাকে আন্দাজের উঠোনে;
তারই প্রভাবে ফরমালীনের ঝাঁজ কেটে
বেড়িয়ে আসছে দুঃশাসনের পঁচা গন্ধ!