দুঃখ-কষ্টের ভাঙ্গা ছাদ থেকে
খসে খসে পড়ছে দুঃসময়ের নির্মম পলেস্তারা!
ক্ষত স্থানে,
মারাত্মক হয়ে উঠছে ঘাতক ফ্র্যাকচার,
বৈকল্য মুখ ঢেকে,
জায়গা করে নিচ্ছে অস্থির পায়তারা;
যেখানে আবেগ বিক্রি হয় শহরের ফুটপাতে,
ঠিক সেখানেই প্রশস্ত বিরতির ফাঁক গলে
বেড়িয়ে আসে আরাম সঞ্চারের আর্তনাদ!
ধৈর্যের তিক্ত বড়ি খেয়ে ঘুমিয়ে থাকা,
আত্মবিশ্বাসের শরীর থেকে ঝরতে থাকে কষ্টের রক্ত,
ধূসর শোক দিয়ে তৈরী করা গ্লানির তোড়া
পরিয়ে দেয়া হয়-
বিদঘুটে অন্ধকারে আটকে থাকা রাতের গলায়;
এবং পৃথিবীর শরীরের ভাঁজ জুড়ে
জৌলুস হয়ে ধরা পরে অনাহারী সম্মান!