ধৈর্যের অবশিষ্ট টুকরা-টাকরা অংশ
বিপ্লবীরা কুড়িয়ে এনে সযত্নে রেখেছিল ঘরে;
সেখানে তারা উত্তেজনার নিয়ন্ত্রণে আসলে
প্রতিক্ষাগুলো তাড়াহুড়ো করতে থাকে,
তাই সেই ঘরখানাও এখন বিপ্লবী মন্ত্রে উদ্ভুদ্ধ!
প্রশ্রয়ের যে হাতটি
এতোকাল আগ্রাসীর মাথার ওপর ছিলো,
একে একে সবকটা হাত
সরে যাচ্ছে অপকর্মের ভাঁজ ছেড়ে;
মরমী সমুদ্রের ওপর
সঙ্কটের জলোচ্ছাস বয়ে যাওয়ার কারণে
এক যুগ পর হলেও দুঃখ পাওয়া মস্তিষ্কের চুল্লীতে
এখন গনগনে আগুনের যৌবন;
ভবিষ্যতের সব আশা এবং স্বপ্নগুলো
শিকারীর খোলস ছেড়ে বেড়িয়ে আসতে থাকে
মুখে এক খাবলা আগুন চিবিয়ে!