মহাজাগতিক চৌরাস্তার মোড়ে-
থরে থরে সাজানো আকাশের দুর্দান্ত চিত্রকর্ম,
একটি সোনালী রশ্মি, পাতালচুম্বী প্রতিফলনে
আছড়ে পরে পৃথিবীর সবুজ কার্পেটের ওপর!
মহাবিশ্বের দরজা বন্ধ করে রাখা-
একটি ভাসমান শনি কেটে পড়তেই
ঘুমন্ত বৃষ্টি জেগে ওঠে;
একটি সূর্যাস্তের হাত ধরে,
মেঘ থেকে ফসকে গিয়ে
কিছু বৃষ্টির টুকরো ছড়িয়ে পড়ে পৃথিবীর জমিনে;
আর প্রকৃতির অলৌকিক নির্মাতার একটি বার্তা
সেটে দেয় গর্হিত স্পর্ধার ললাটে!