আজকাল প্রায়ই দেখা যায়
ঝং ধরা পুরাতন কষ্টরা
ক্লান্ত মুখে জোর করে নকল হাসি হাসছে!
যেখানে প্রায়শই মনোরম সকালে
সূর্যকে তাড়িয়ে জায়গা দখল করে রাখে
ভীতিজনক কর্কশ বজ্রপাত।
প্রকৃতির উত্তেজনা কমাতে
যেখানে আমরা পর্যাপ্ত বসন্ত রোপণ করতে পারি,
কিংবা অন্ধকারে রোদ সরবরাহ করার জন্য
প্রচুর সূর্যের চাষ করতে পারি,
সেখানে দু:খিত ধ্বংসাবশেষের ওপর দাঁড়িয়ে থাকে
একটি অসহায় জুলন্ত রাত,
দুর্বল দিনগুলি বার বার পেছন ফিরে তাকায় বলে
তাড়াহুড়ো করা সময়গুলি পরিত্যক্ত অবস্থায় বিলাপ করে, এবং
অন্ধকার প্রাচীরের উপর এঁকে যায় সময়ের ইতিবৃত্ত!