দুঃস্বপ্নে কেঁপে ওঠে নিস্তব্ধ শহর,
অনিরাপদ ঘুমের ঘোরে
হিমায়িত শোকের পদতলে আত্মাহুতি দেয় আর্দ্র সাহস,
আর শহরের নিডর অলিগলির মোড় ঘুরে
ক্লান্ত সময় হেঁটে যায় মহাকালের পথে।


এটি একটি সাদা স্বপ্নের শহর,
সোনালী ভোরের বীজ বোনা হতো শহরময়,
জবাই করা রক্তের পথ ধরে এর জন্ম হয়েছিলো
শুধু নির্দ্বিধায় সুখ বিলি করার প্রত্যাশায়।
হারামজাদার বাড়া ভাতে ছাই মেরে
সবুজ রাজ্যে সমস্ত লাল দুর্দান্ত জেগে ওঠে,
ঘৃণিত কসাইর ঝুলন্ত দরজায় লাত্থি মেরে
উন্মুক্ত করা হয় কাঙ্খিত সোনালী ফটক।
এই শহরটিকে এখনো বহন করে চলেছে
একটি বিদ্ধস্ত রাতের করোটি।